করোনায় আক্রান্ত হলেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

 

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি)

করোনায় আক্রান্ত হলেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাঙামাটি জেলা পরিষদ এর সদস্য অংসুইছাইন চৌধুরী। রবিবার (৫ এপ্রিল) তিনি চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের সাজিস্কোপ হাসপাতাল হতে নমুনা দিলে তাঁর করোনা পজেটিভ আসে বলে জানান, কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন। গত ২ এপ্রিল তাঁকে এই হাসপাতালে ভর্তি করানো হয়। এইছাড়া তিনি দীর্ঘদিন ধরে পিঠের ব্যথা নিয়েও ভুগছেন।

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল বিষয়টি নিশ্চিত করে জানান, অংসুইছাইন চৌধুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন ছাড়াও জেলা পরিষদ এর দায়িত্ব পালন করে আসছেন, তিনি সবসময় রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে আসছেন, সেই কারনে তিনি আক্রান্ত হতে পারেন। ইব্রাহীম খলীল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরীর রোগ মুক্তি কামনা করেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত