ঝিনাইদহের মহেশপুরে মাদক সম্রাট সাইদুল মুন্সি ফেনসিডিল সহ আটক

নিজস্ব প্রতিবেদক

শহিদুল ইসলাম (ঝিনাইদহ) মহেশপুর থেকেঃ-
শনিবার ভোরে একাধিক মামলার পলাতক আসামী মাদক সম্রাট সাইদুল মুন্সিকে ফেনসিডিল সহ আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
থানা সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে ওসি(তদন্ত) রাশেদুল আলম, এস আই ইউনুস আলী গাজী,এএসআই সজল মন্ডল, এএসআই রওশন আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার পুড়াপাড়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে মাদক সম্রাট সাইদুল মন্সী(৪৮) কে ১০ বোতল ফেনসিডিল সহ কাঠগড়া বাওড়ের নিকট থেকে আটক করে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে। এবং আসামীকে জেল-হাজতে পাঠানো হয়েছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত