কাপ্তাইয়ে ভূমিহীন ও গৃহহীনদের গৃহনির্মাণ প্রকল্প পরিদর্শনে রাঙামাটি জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) ঃ

রাঙামাটি জেলা প্রশাসক মো.মিজানুর রহমান বুধবার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভুমিহীন ও গৃহহীনদের জন্য ক’ শ্রেণীর গৃহনির্মাণ কাজ পরিদর্শন করেন। এইসময় তিনি প্রকল্প সুষ্ঠু বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে এইসময় অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) শিল্পি রানি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোঃ মামুন, আরডিসি লাইলাতুর হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান জানান, কাপ্তাইয়ে এই প্রকল্পের আওতায় ৭৩ টি ঘর নির্মান কাজ শেষ পর্যায়ে। প্রতিটি ঘরের নির্মান ব্যয় ১ লাখ ৭১ হাজার টাকা।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত