
চট্টগ্রাম নগর বিএনপির সাভাপতি ও কোতোয়ালী আসনে বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে আরো ৩টি মামলা গ্রেফতার (শ্যোন এরেস্ট) দেখানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এম এম মহিউদ্দিন মুরাদ এর আদালত এই আদেশ দেন। আদালত সুত্রে জানাগেছে-গত অক্টোবর ও নভেম্বর মাসে ডা. শাহাদাতের বিরুদ্ধে পুলিশের উপর ককটেল হামলাসহ নাশকতার অভিযোগ বাকলিয়া থানায় এসব মামলা দায়ের করে পুলিশ।
ডা. শাহাদাতের আইনজীবী কামরুল ইসলাম সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নগরীর বাকলিয়া থানায় নাশকতার অভিযোগে দায়ের হওয়া তিনটি মামলায় চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আমরা শাহাদাত হোসেনের পক্ষে জামিন আবেদন করা হয়েছিল। কিন্তু আদালত জামিন নামঞ্জুর করেছেন।
গত ৭ নভেম্বর সন্ধ্যায় ঢাকায় গ্রেফতার হওয়া নেতাকর্মীদের দেখতে গেলে সিএমএম আদালত এলাকা থেকে ডিবি পুলিশ তাঁকে গ্রেফতার করে। প্রথমে কাশিমপুের কারাগারে চট্টগ্রাম কারাগারে তাঁকে স্থানান্তর করা হয়।