চন্দ্রঘোনা ইউনিয়নে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলেন আরোও ৩০০ জনঃ উদ্বোধন করলেন দীপংকর তালুকদার এমপি

নিজস্ব প্রতিবেদক

 

ঝুলন দত্ত কাপ্তাই( রাঙামাটি) প্রতিনিধি:-

ভিজিএফ এর কর্মসূচীর আওতায় কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নে আরো ৩০০ অসহায় পরিবার পেলো মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে পাওয়া নগদ অর্থ সহায়তা। সোমবার( ১০ মে) সকাল ১০.৩০ টায় চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি ২৯৯ আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।

১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবীর সভাপতিত্বে এইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী, সদস্য দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মফিজুল হক, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন,রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ শ্রম বিষয়ক সম্পাদক মো: হানিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আব্দুল হান্নান, সহ ইউপি সদস্য এবং আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ১নং চন্দ্রঘোনা ইউপি এলাকাধীন ৩০০ পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ৪৫০ টাকা করে মোট ১ লক্ষ ৩৫ হাজার টাকা বিতরণ করা হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত