কাপ্তাই থানার অভিযানে আটককৃত ৮০ লিটার চোলাই মদ ধংস করেন ইউএনও মুনতাসির জাহান

নিজস্ব প্রতিবেদক

 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) ঃ

গত ১৫ মে কাপ্তাই থানা পুলিশের অভিযানে উপজেলা সদর বড়ইছড়ি এলাকার নিচের বাজার হতে আটক ৮০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ বিজ্ঞ আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে। সোমবার( ৩১ মে) সকাল ১০ টায় কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এর উপস্থিতিতে রেশম বাগান পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় আটককৃত এই চোলাই মদ ধ্বংস করা হয়। কাপ্তাই থানার উপ পরিদর্শক রাকিব হোসেন এবং থানা পুলিশ এর সদস্যরা এই সময় চোলাই মদ ধ্বংসকরণে নির্বাহী হাকিমকে সহায়তা করেন।
কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন জানান, গত ১৫ মে গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাইয়ের কুকিমারা হতে চট্টগ্রামে পাচার করার উদ্দেশ্যে ৩টি ব্যাগে দেশীয় তৈরি চোলাই মদ সহ ২ জন মহিলাকে আটক করতে সক্ষম হই। এসময় তাদের কাছে থাকা ৩টি ব্যাগের মধ্যে ২০টি পলিথিনের প্যাকেটের প্রতি প্যাকেটের মধ্যে ৪ লিটার করে মোট ৮০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ আটক করা হয়। যার আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত