বাঙ্গালহালিয়া হতে জাল টাকা সহ এক ব্যক্তিকে আটক করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ ঃঃ একই নাম্বারের ৪ টি এক হাজার টাকার জাল নোট জব্দ

নিজস্ব প্রতিবেদক

 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) ঃ

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার এলাকা হতে জাল টাকা সহ মোঃ সাগর (৪০) নামে একজনকে আটক করেছে চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। মঙ্গলবার (১ জুন) দুপুর ১.৪৫ মিনিটে তাঁকে আটক করা হয় বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরী। আটককৃত ব্যক্তি চট্রগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো গ্রামের শাহ আলমের ছেলে বলে জানান পুলিশ ।

বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির আইসি মোঃ কামরুজ্জামান জানান, মঙ্গলবার( ১ জুন) সকালে সাগর জাল টাকা নিয়ে বাঙ্গালহালিয়া বাজারে হাটের দিন ঘুরছিলেন। এ সময় বাজারে আসা এক স্থানীয় নারী টাকা ভাংতি করতে চাইলে সাগর ভাংতি করে দেয়। পরে ঐ নারী ভাংতি টাকা নিয়ে দোকানে পণ্য ক্রয় করতে গেলে দোকানদার নারী কে বলেন এ গুলো জাল টাকা। ঐ নারী আর দেরী না করে বাজারে টহলরত পুলিশ বাহিনীকে বিষয়টি অবগত করলে পুলিশ ঘটনাস্থল থেকে সাগরকে জাল টাকা সহ আটক করে । এইসময় তাঁর কাছ হতে একই নাম্বারের ৪ টি এক হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় তাকে চন্দ্রঘোনা থানায় হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে পুলিশ বাদী হয়ে চন্দ্রঘোনা থানায় মামলা দায়ের করেন। আটককৃত সাগরকে বুধবার( ২ জুন) রাংগামাটি কোর্টে প্রেরন করা হবে বলে চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত