কাপ্তাই সেনা জোনের ত্রাণ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক

 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) ঃ

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত ও অসহায় হয়ে পড়া ৩৫ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন কাপ্তাই জেনা জোনের ডেয়ারিং টাইগার্স( ২৩ ইবি)। সোমবার( ৭ জুন) সকাল ১১.৩০ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর ৩০৫ রাঙামাটি ব্রিগেড হতে প্রাপ্ত ত্রান সামগ্রী কাপ্তাই জোন কমান্ডার লেঃ কর্নেল গাজী মিজানুল হক পিএসসির নির্দেশনায় কাপ্তাই সেনা জোনের সদস্যরা কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর ঢাকাইয়া কলোনি এবং লগগেইট এলাকায় বাড়ী বাড়ী গিয়ে পৌঁছে দেন।
বিতরণকৃত ত্রান সামগ্রীর মধ্যে ছিল প্রতি প্যাকেটে ৪ কেজি চাল, ২ কেজি আটা,২ কেজি ডাল এবং ১ কেজি করে লবণ ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত