
শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকেঃ-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউপির কালহুদা গ্রামের এক বর্গা চাষীর ফলন্ত পিয়ারা গাছ কেটে দেওয়ায় থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সুত্রে জানা গেছে উপজেলার মান্দারবাড়ীয়া ইউপির কালহুদা গ্রামের উত্তর পাড়ায় বসবাসকৃত মৃতঃ-শহর আলী মন্ডলের ছেলে সামাউল ইসলাম (৪০) অন্যের নিকট থেকে ৩ বিঘা জমি বর্গা লিজ নিয়ে পিয়ারা গাছ লাগিয়ে পরিচর্যা করে আসছে, যা প্রতিটি গাছে ১০/১৫ টি পিয়ারাও ধরেছে। বাগান মালিক সামাউল ইসলাম জানান তাহাদের বাড়ির নিকটবর্তি বাসিন্দা ইউছুপ মন্ডল গংয়ের পালিত ছাগলে প্রায়ই সময় তার লাগালো পিয়ারা বাগান তছরুপ করে আসছে, এব্যাপারে বার বার ছাগল মালিকদের জানালেও তারা কোন কিছু তোয়াক্কা না আরো ক্ষিপ্ত হয়ে উঠে। প্রতিদিনের ন্যায় গত ৮ জুন ফলন্ত বাগানে ছাগল আসলে ছাগল ধরে পন্ডে ঘরে পাঠাই। ছাগএ ধরে পন্ডে ঘরে ছাগল দেওয়ায় ছাগএ মালিকগন ক্ষিপ্ত হয়ে বেশ কিছু ফলন্ত পিয়ারা গাছ কেটে দিয়েছে। যার আনুমানিক ১৫ হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে। এছাড়া তাহারা দফায় দফায় জীবন নাশের হুমকি অব্যাহিত রেখেছে।
এ ঘটনায় সামাউল ইসলাম তার ফসলের ক্ষতি পুরণ সহ তাহাদের জীবনের নিরাপত্তা চেয়ে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।