কাপ্তাইয়ে মৎস্যজীবীদের মাঝে বিশেষ ভিজিএফ এর চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক

 

ঝুলন দত্ত, কাপ্তাই( রাঙামাটি) ঃ

কাপ্তাই হ্রদে মে হতে জুলাই পর্যন্ত মৎস্য আহরন বন্ধকালীন সময়ে হ্রদের উপর নির্ভরশীল মৎস্যজীবীদের মাঝে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয় হতে প্রাপ্ত বিশেষ ভিজিএফ এর আওতায় খাদ্য সহায়তা হিসাবে চাল বিতরণ করা হয়েছে।
রবিবার(২৭ জুন) সকাল ১১.৩০ টায় রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী এবং কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান উপস্থিত থেকে কাপ্তাই ইউনিয়ন পরিষদ চত্বরে ৬৮৬ জন জেলের মাঝে প্রত্যেককে ২০ কেজি করে এই সহায়তা প্রদান করেন।

এসময় কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও ট্যাগ অফিসার সন্তোষ কান্তি চাকমা, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত