
ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) ঃ
কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ হাজার ৪শ টাকা জরিমানা আদায় এবং ৫ টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার(২৯ জুন) সকাল ১১ টা হতে দুপুর ১ টা পর্যন্ত চন্দ্রঘোনা ইউনিয়নের এর মিশন হাসপাতাল এলাকা এবং কেপিএম এর কলা বাগান এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এইসময় মেয়াদউর্ত্তীন পণ্য রাখা, স্বাস্থ্য সনদ বিহীন দোকান পরিচালনা এবং ফ্রিজে বাসি খাবার রাখার অপরাধে মিশন ঘাট এলাকার গাংচিল রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৫১ এবং ৫২ ধারায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এইছাড়া মাস্কবিহীন চলাচলের অপরাধে ৪ জন পথচারীকে ১শ টাকা করে ৪শ টাকা জরিমানা এবং মামলা দায়ের করা হয়।
এইছাড়া করোনা সচেতনতায় ইউএনও মাইকিং এর মাধ্যমে জনগণকে আবারোও সচেতন করেন।
উপজেলা নির্বাহী অফিসার এর দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম এইসময় ভ্রাম্যমান আদালকে সহায়তা করেন।