রাইখালীর কারিগর পাড়ায় মদ্যপ অবস্থায় বাকবিতণ্ডার জের: যুবককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক

 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)ঃ

কাপ্তাইয়ে মদ্যপান অবস্থায় বাকবিতণ্ডার জেরে বাচিং মারমা (৪২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বাচিং মারমা ওই এলাকার অংশৈলা মারমার ছেলে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান , সন্ধ্যায় রাইখালী বাজারে মংথোয়াই অং মারমা (৩৮) নামের এক নাপিত কথা কাটাকাটির এক পর্যায়ে বাচিং মারমাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় সে মদ্যপ অবস্থায় ছিল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চন্দ্রেঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাত ৯ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ওসি জানান, বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত