অবশেষে রানীরহাট বাজারের সামনের কাদা থেকে মুক্তি পেল পথচারী

নিজস্ব প্রতিবেদক

 

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

চট্টগ্রাম জেলার সবচেয়ে পুরানো ও ঐতিহ্যবাহী বাজার হিসাবে পরিচিত রানীরহাট বাজার। পুরানো এই বাজার বর্তমান কালের বিবর্তনে আধুনিক ছোঁয়ায় পরিণত হয়েছে মিনি শহরে। বাজারের ভিতরে ঢুকলে দেখা যাবে কংক্রিটের ঢালাই করা সব রাস্তা, মনে হবে যেন এটা গ্রামের বাজার নয় শহরের কোন একটি নামি দামী বাজার।

চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের ২২ ফুট প্রসস্থ সড়কটির পাশের অংশটি ছিল সড়ক ও জনপদ বিভাগের সেখানেই গড়ে উঠেছে সিএনিজি স্টেশন। আর সেখানে বর্ষা মৌসুম আসার সাথে সাথেই সিএনজি,পথচারী চলাচল ও স্টেশন হওয়াতে নিচু অংশে কাদা যুক্ত হয়ে চলাচলের অনুপযোগী হওয়ায় জনদুর্ভোগ সৃষ্টি হয়।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী রানীরহাট বাজারের সৌন্দর্য বিনষ্ট ও জনদুর্ভোগ সৃষ্টি হওয়া দেখে বাজার পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও রাজানগর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারের বিশেষ উদ্যোগে এজনদুর্ভোগ এড়াতে বাজার ব্যবসায়ী সমিতি, সিএনজি সমিতি ও বাশঁ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের নিয়ে ইট বালি দিয়ে সংস্কার শুরু করেন। ঐতিহ্যবাহী এই বাজারের পাশে হাইস্কুল, ডিগ্রী কলেজ,মাদ্রাসাসহ একাদিক শিক্ষা-প্রতিষ্ঠান রয়েছে, এসব শিক্ষা-প্রতিষ্ঠানে ব্যপক উন্নয়ন হয়েছে তার একমাত্র অবদান রাঙ্গুনিয়া সাংসদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি ও ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারের। রাজানগরের মধ্যে বিভিন্ন সড়কে গিকে দেখা যাবে প্রায় কংক্রিটের ঢালাই করা গ্রামীণ জনপদ। যা রাজানগরকে আগামী ৫০বছরে এগিয়ে নিয়ে গেছে।

স্থানীয় এক ব্যবসায়ী বলেন, রানীরহাট বাজারের সামনে সিএনজি স্টেশন ও গাড়ি চলাচলের রাস্তাটি নিচু অংশ হওয়ায় উপরের দিক থেকে পানি ও মাটি এসে কাদা যুক্ত হয়। যার ফলে আমাদের দোকানে কাস্টমার আসতে পারেনা। এবিষয়ে আমরা চেয়ারম্যানের সাথে কথা বললে তিনি এর তড়িৎগতিতে ব্যবস্থা গ্রহণ করেন।

আ.লীগ নেতা কামাল উদ্দিন চৌধুরী বলেন, সড়ক ও জনপদ বিভাগের রাস্তাটির নিচু আংশে অল্প পানিতে কাদা যুক্ত হয়ে সাধারণ পথচারী চলাচলের অসুবিধা হওয়া দেখে রানীর হাট বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দের নিয়ে চেয়ারম্যানের সাথে পরামর্শ করেই এর একটি সুরাহা হয়। এবং আমরা সেখানে ইট আর বালি দিয়ে নিচু অংশকে ভরাট করে দিই। এদিকে সেখানে নিত্যপ্রয়োজনে চলাচলে কাদা থেকে মুক্তি পেয়ে সন্তুষ্ট সাধারণ জনগণ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত