বাংগালহালিয়া ইনডিজেনাস কালচ্যারাল ক্লাব(বিআইসিসি)-এর শুভ উদ্বোধনী সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

 

অভি বড়ুয়া( রাজস্হলী প্রতিনিধি);;-

রাংগামাটি জেলার রাজস্হলী উপজেলা অধীন ৩নং বাংগালহালিয়া ইউনিয়ন এর সচেতন আদিবাসী তরুণ-তরুণীদের উদ্যোগে “বাঙ্গালহালিয়া ইনডিজেনাস কালচ্যারাল ক্লাব” এর শুভ উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার (৯ জুলাই) সকাল ১০ টায় বিআইসিসি ক্লাবের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঞোমং মার্মা (চেয়্যারম্যান, ৩নং বাংগালহালিয়া ইউনিয়ন),এবং আরও উপস্থিত ছিলেন প্রধান আলোচক, বিশেষ অতিথি ও সম্মানিত এলাকাবাসী । উক্ত সভার সভাপতিত্ব করেন অংসিংনু মার্মা ( সভাপতি, বিআইসিসি)।

তারুণ্যদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সম্মানিত চেয়ারম্যান ঞোমং মার্মা বললেন, ” তরুণ প্রজন্মের এই ভালো উদ্যোগের সাথে আমরা সবসময় একমত । সুন্দর সমাজ ও প্রতিভাসম্পন্ন যুবসমাজরা যদি ভালো কিছু করে তাহলে সেটা এলাকার সম্মান ও গর্ব বিষয়। আমি আমার এলাকাবাসীদের প্রতিও আহ্বান জানাচ্ছি, আমার ছোট্ট বাচ্চাগুলোর এই ভালো উদ্যোগে আপনারাও সাথে থাকবেন এবং উৎসাহ প্রদান করবেন বলে আশা রাখি..আমি আমার ইউনিয়নের পক্ষ হতে তোমাদের গান, নাচ ও অভিনয় ইত্যাদি এর সরঞ্জামের জন্য ১ লক্ষ ৩০ হাজার টাকা বরাদ্দ করেছি। অতি শীঘ্র তোমাদের হাতে দেয়া হবে এবং মহামারী করোনাকালীন পরিস্থিতি ইতিবাচক হয়ে উঠলে বড় করে বাংগালহালিয়াতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ”

বিআইসিসি এর সভাপতি অংসিংনু মার্মা বলেন, সাংস্কৃতিক ক্লাবের উদ্দেশ্য হলো নাচ,গান ও অভিনয় ইত্যাদি এর মধ্যে দিয়ে তরুণ প্রজন্মকে জাগ্রত করা, তরুণ প্রজন্মের প্রতিভাকে বিকশিত করতে কাজ করা। তিনি আরও বলেন, আমরা সচেতন এলাকাবাসীর কাছে উৎসাহ প্রার্থনা করচ্ছি। এবং উপস্হিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

পরিশেষে, চেয়ারম্যান মহোদয়ের সাথে এলাকাবাসীও তারুণ্যের সুন্দর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এবং এলাকার সচেতন যুবসমাজ নিয়ে গর্ব করলেন

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত