৯৯৯ এ ফোন, আর তড়িৎ গতিতে চন্দ্রঘোনা থানা পুলিশ খাদ্য হাতে হাজির

নিজস্ব প্রতিবেদক

 

অভি বড়ুয়া, রাঙ্গামাটি প্রতিনিধিঃ-

রোজ সোমবার (১২ জুলাই) রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানা অধীন ডলুছরি গ্রামের এক বাসিন্দা গত ৫/৬দিন যাবৎ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স বরইছড়ি, কাপ্তাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চন্দ্রঘোনার থানার সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত ব্যক্তির গ্রামের বাড়িতে বসবাসরত পরিবারের সদস্যদেরকে হোম কোয়ারেন্টাইন করা হয়। কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির ঘরে কোন খাদ্য সামগ্রী না থাকায় তার মেয়ে বাজারের জন্য বাইরে যেতে চাইলে এলাকাবাসীর বাধার মুখে পড়ে। এমতাবস্থায়, খাবারের জন্য উপায়ন্তর না দেখে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোনদিয়ে খাদ‍্য সহযোগিতা চায়। ৯৯৯ থেকে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ইকবাল বাহার চৌধুরী নির্দেশে এসআই (নিঃ) কাজী আনোয়ার হোসেন ও এএসআই (নিঃ) মোঃ শাহজাহান আলী নদী পার হয়ে দুর্গম পাহাড়ি এলাকায় গিয়ে নিত্য প্রয়োজনীয় খাদ‍্য সামগ্রী সাহায্যপ্রার্থীর বাড়িতে পৌঁছে দেয়।

৯৯৯ এ ফোন দিয়ে তড়িৎ গতিতে খাদ্য সামগ্রী সহায়তা পেয়ে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাহায্যপ্রার্থী।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত