
অভি বড়ুয়া, রাজস্হলী প্রতিনিধিঃ-
রাঙ্গামাটি জেলা রাজস্হলী উপজেলাধীন ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের গত ১২ জুলাই (সোমবার) হইতে চলমান দিনপর্যন্ত (৭২ ঘন্টা পূর্ণ ) ডাকবাংলাপাড়া, যৌথখামার, ধলিয়াপাড়াসহ প্রভৃতি এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন বিগত ৩ দিন যাবৎ।
স্হানীয়সূত্র হতে জানা যায়, গত সোমবার(১২ জুলাই) অতিরিক্ত বৃষ্টিপাত ও আকস্মিক বজ্রপাতের ফলে ডাকবাংলা পাড়ায় থাকা ট্রান্সফর্মারটি বিস্ফোরিত হয় ও সম্পূর্ণরূপে নষ্ট হযে যায় । উক্ত বিষয়টি যথাসময়ে স্হানীয় বিদ্যুৎ সরবরাহ সংশ্লিষ্টকর্মীদের অবগত করা হয় কিন্তু এখনো কাজের অগ্রগতি ধীরগতিতে চলচ্ছে বলে জানা গেছে।
আরও তথ্য পাওয়া গেছে, দীর্ঘসময় ধরে বিদ্যুৎ না থাকার ফলে স্হানীয়দের নিজ গৃহের ফ্রিজে থাকা বিভিন্ন খাদ্যসামগ্রী নষ্ট হয়ে যাওয়াসহ ও শিক্ষার্থীদের পড়ালেখার ব্যাঘাত ঘটচ্ছে। অন্যদিকে, অসহনীয় রৌদ্রময় দিনে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকা কষ্টকর হয়ে পড়েছে স্হানীয়দের।
ঘটনাসূত্রে স্হানীয়রা বললেন, বৃষ্টির ফোঁটায় বিদ্যুৎ অজুহাত দেখিয়ে যেন ১-২ ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকে বাঙ্গালহালিয়ায়। বিদ্যুৎ থাকা অবস্হায়ও ভোল্টেজ নিয়ে চিন্তিত থাকেন স্হানীয়রা । একটা রেফ্রিজারেটর (ফ্রিজ) চালানো ভোল্টেজ যেন তারা পায় না। এই ভোগান্তি যেন স্হানীয়দের নিত্যদিনের রুটিন হয়ে গেছে। বাড়িতে বিদ্যুৎ সংযোগ থাকার পরও নিয়মমাফিক কেরোসিনের উপর নির্ভর করতে হয় এসব স্হানীয়দের। তাদের এসব ভোগান্তি থেকে মুক্তির জন্য স্হানীয় বিদ্যুৎ সংশ্লিষ্টদের বিনীত অনুরোধ করেছেন।
উক্ত বিষয়টি ৩নং বাঙ্গালহালিয়ার ইউনিয়নের চেয়ারম্যান ঞোমং মার্মা ও ৬ নং ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর আলম সত্যতা যাচাই করেছেন। তারা সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করছেন বলে জানান।