
ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)ঃ
করোনা সংক্রমনরোধে প্রচার প্রচারনার অংশ হিসাবে এইবার রাঙামাটির কাপ্তাই উপজেলা তথ্য অফিস কর্তৃক ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় কাপ্তাই লেকের ৪০ কিমি পথে প্রচারনা চালানো হয়েছে। এইসময় করোনা ভাইরাসজনিত রোগের বিস্তার রোধকল্পে জনসাধারণকে মাস্ক পরাসহ সাধারণ স্বাস্থ্যবিধি প্রতিপালনের লক্ষ্যে নৌযানে করে হ্যান্ড মাইকে প্রচার প্রচারনা চালানো হয়।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ হতে শুরু করে সন্ধ্যা ৬ টা পর্যন্ত কাপ্তাই তথ্য অফিসার মোঃ হারুনের নেতৃত্বে তথ্য অফিসের ঘোষক অনিল কুমার আসাম এই নৌ প্রচার চালান।
এইসময় কাপ্তাই উপজেলার জেটিঘাট এলাকা হতে শুরু করে বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি , হাজার মানিক, কৌশাল্যাঘোনা, কাছকাটাছড়া, কেংড়াছড়ি বাজার এলাকা, কেংড়াছড়ি মধ্যম পাড়া, হিজাছড়ি , বিলাইছড়ি বাজার, ধুপ্পাচর পাড়া, বিলাইছড়ি বোট ঘাট, হাসপাতাল এলাকাসহ জনবহুল স্থানে এই প্রচার চালানো হয় বলে জানান কাপ্তাই তথ্য অফিসার মোঃ হারুন।
পরে আবার একই পথ ধরে প্রচার প্রচারনা করে সন্ধ্যা ৬ টায় কাপ্তাই তথ্য অফিসের প্রচার দল কাপ্তাই জেটিঘাটে ফিরে আসেন।
ছবির ক্যাপশনঃ কাপ্তাই লেকে তথ্য অফিস, কাপ্তাইয়ের নৌ প্রচারনা।