পাহাড় সংলগ্ন এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের আহবান

নিজস্ব প্রতিবেদক

 

দেলোয়ার হোসাইন সাইমুন:

সীতাকুণ্ডে পাহাড় সংলগ্ন বিপদজনক এলাকায় বসবাসরত সবাইকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহবান জানান সীতাকুণ্ড ফায়ার সার্ভিস। বর্ষায় ভারি বর্ষনের ফলে পাহাড় ধ্বসের আশংকায় পাহাড় সংলগ্ন এলাকায় বসবাসকারীদের জীবন হুমকির মুখে পড়তে হয়। এরই মাজে দেশের বিভিন্ন পাহাড়ী এলাকায় পাহাড় ধ্বসের ঘটনায় প্রাণ গেছে অনেকের।

আজ ৩০ই আগস্ট সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নূরুল আলম দুলাল এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পাহাড় সংলগ্ন বসবাসরত লোকজনদের পাহাড় ধ্বসের কবল থেকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত