
ঝুলন দত্ত, কাপ্তাই( রাঙামাটি)
রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের বাসিন্দা ৭০ বছর বয়সী বিপুল কান্তি ভট্রাচার্য্য। চলতি বছরের এপ্রিলের ৩ তারিখ তিনি এস্ট্রাজেনেকার টিকা দেন। দীর্ঘ ৪ মাস পর আবার তিনি সোমবার দ্বিতীয় ডোজ টিকা নিয়ে এই প্রতিবেদককে স্বস্তি প্রকাশ করলেন। টিকা নিতে আসা ওয়াগ্গার উমেপ্রু মারমা, চন্দ্রঘোনার সোলাইমান জানান, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অবশেষে দ্বিতীয় ডোজ টিকা নিলাম। নিজেকে খুব হালকা মনে হচ্ছে।
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে অক্সফোর্ড এস্ট্রাজেনেকার ভ্যাক্সিনের ২য় ডোজ টিকা দান কার্যক্রম সোমবার থেকে শুরু হয়েছে। কাপ্তাই স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি জানান, সোমবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভ্যাকসিনটির ২য় ডোজ গ্রহন করেছে ২ শত ৫৮ জন। এছাড়াও কাপ্তাই স্বাস্থ্য কেন্দ্রে সিনোফার্মের গনটিকাদান কার্যক্রমও চলমান রয়েছে বলে তিনি জানান ।
সোমবার সকালে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখা যায় অনেকে সকাল সাড়ে ৭ টা হতে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন করোনার টিকা নেবার জন্য। এইসময় টিকা নিতে আসা বিপুল সংখ্যক মানুষকে সেবা দিতে হিমসিম খেতে দেখা গেছে স্বাস্থ্য বিভাগের কর্মীদের।