হরিরামপুরে মসজিদে মসজিদে ওসি ও বিট পুলিশিং কর্মকর্তাদের সচেতনতামূলক প্রচারণা

নিজস্ব প্রতিবেদক

আব্দল হক, বিভাগীয় ব্যুরো প্রধান, ঢাকা:

মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বিভিন্ন মসজিদে গিয়ে ১৫ই আগস্ট উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। তিনি নোভেল করোনা ভাইরাস, মাদক, চোরাচালান বাল্যবিবাহ, ইভটিজিং, ছিনতাইকারী, কিশোর গ্যাং সহ বিভিন্ন বিষয়ে মানুষদের মাঝে সচেতনতামূলক বক্তব্য রাখেন।একই বিষয়ের উপরে উপজেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক বক্তব্য রাখা হয়।
তিনি শুক্রবার দুপুরে উপজেলার চালা ইউনিয়নের পূর্ব সাকুচিয়া জামে মসজিদে মুসল্লিদের মাঝে জাতির পিতার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন পূর্বক বিভিন্ন বিষয়ে জনসচেতনাতামূলক আলোচনা ও প্রচারনা করেন।
১৫ই আগষ্ট উপলক্ষে গোপীনাথপুর ইউনিয়নের চরপাড়া বাইতুল নুর জামে মসজিদে বিট পুলিশিং কর্মকর্তা আব্দুস সালাম (সাব ইন্সপেক্টর) বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন এবং উপস্থিত মুসল্লীদের মাঝে নোভেল করোনা ভাইরাস, বাল্যবিবাহ, ইভটিজিং, ছিনতাইকারী সহ বিভিন্ন বিষয়ে মানুষদের মাঝে সচেতনতামূলক বক্তব্য রাখেন।
১৫ই আগষ্ট উপলক্ষে রামকৃষ্ণপুর ইউনিয়নের বাহিরচর জামে মসজিদে বিট পুলিশিং কর্মকর্তা দেলোয়ার হোসেন (সাব ইন্সপেক্টর) বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন এবং উপস্থিত মুসল্লীদের মাঝে করোনা ভাইরাস, বাল্যবিবাহ, ইভটিজিং, ছিনতাইকারী সহ বিভিন্ন বিষয়ে মানুষদের মাঝে সচেতনতামূলক বক্তব্য রাখেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত