জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটি জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় কাপ্তাইয়ের বিজয়ীদের মধ্যে  পুরস্কার বিতরণ 

নিজস্ব প্রতিবেদক

  • ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)
    জাতীয় শোক দিবস উপলক্ষে সংস্কৃতি মন্ত্রনালয়ের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বাস্তবায়নে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত   সাংস্কৃতিক প্রতিযোগিতায় রাঙামাটি জেলা পর্যায়ে কাপ্তাই উপজেলা হতে তিন জন প্রতিযোগী সফলতা অর্জন করেন।
    তাদের মধ্যে দেশের গানে জেলা পর্যায়ে কাপ্তাই নৌ বাহিনী স্কুলের অদ্রিজা ধর দ্বিতীয়, একই বিদ্যালয়ের রামিসা সায়মা কবিতা আবৃত্তিতে প্রথম এবং শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্ষন সরকার বঙ্গবন্ধুকে নিয়ে নিবেদিত গানে দ্বিতীয় স্থান অর্জন করেন।
    মঙ্গলবার বেলা ১২ টায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে  জেলা পর্যায়ে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
    এইসময় কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মাঈনুল হোসেন চৌধুরী,  শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত