
খুলনা বিশেষ প্রতিনিধি রাজু শেখ
খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) আল আমিন সংগীয় অফিসার ফোর্সসহ রূপসা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে এসআই (নিঃ) আল আমিন মাদকদ্রব্য বিক্রয়ের কথা জানতে পেরে ০১/০৯/২০২১ খ্রিঃ তারিখ দুপুর ০১.১০ টার সময় মামলার ঘটনাস্থল রূপসা থানাধীন ১ নং আইচগাতী ইউনিয়নের রাজাপুর সেনেরবাজার গ্রামস্থ গ্রেফতারকৃত আসামী ফারজানা আক্তার রিতা এর ভাড়াকৃত বাড়ীর উঠান হতে আসামী ১। মোছাঃ ফারজানা আক্তার রিতা (৪০), পিতা- ইলিয়াছ মোড়ল, মাতা- তাসলিমা বেগম, সাং- নন্দনপুর, থানা-রূপসা, বর্তমান সাং- রাজাপুর (সেনেরবাজার, জনৈক জাহিদ মল্লিকের বাড়ীর ভাড়াটিয়া), থানা-রূপসা, জেলা-খুলনাকে গ্রেফতার করেন।
গ্রেফতার পূর্বক আসামীর হেফাজতে হতে ২০ (বিশ) পিচ হালকা কমলা রংয়ের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক ০১/০৯/২০২১ তারিখ দুপুর ০১.১৫ টার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন।
উক্ত ঘটনায় আসামীর বিরুদ্ধে এসআই (নিঃ) আল আমিন, জেলা ডিবি, খুলনা বাদী হয়ে রূপসা থানার মামলা নং-০১, তারিখ- ০১/০৯/২০২১ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) দায়ের করেন।