
ব্যবসায়ী আর বাগেরহাটের মোরেলগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে কুঠিবাড়ি এলাকা থেকে তাদেরকে গাঁজাসহ আটক করা হয়েছে। মাদক ব্যবসায়ীরা হল-কুঠিবাড়ি আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা আকব্বর শেখের ছেলে মিরাজ শেখ(২৮) ও একই এলাকার আব্দুল হামিদ তালুকদারের ছেলে হালিম তালুকদার(৩৮)। তাদের কাছে থেকে ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে পুথক দুটি মামলা দায়ের হয়েছে।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে কিছু লোক অপেক্ষা করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় হালিম ও মিরাজকে হাতেনাতে আটক করা হয়।
আটক হালিম তালুকদারের নামে মোরেলগঞ্জ থানায় ৫টি ও মিরাজের নামে মাদক আইনে ২টি মামলা রয়েছে। তারা উভয়েই মাদক ব্যবসায়ী বলেও এ কর্মকর্তা জানান।