
পটিয়া প্রতিনিধিঃ
পটিয়া বড়লিয়া খাঁন বাড়ীর পক্ষ থেকে জামেয়ার ময়দানে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী(সাঃ) জুলুসে যোগদান উপলক্ষে বড়লিয়া খাঁন বাড়ীর মসজিদ প্রাঙ্গনে ব্যানার নিয়ে আগামী ১২ই রবিউল আউয়াল কে স্বাগতম জানাচ্ছেন,
সংবাদকর্মী মোঃ আজম খাঁন, মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ সেকান্দর আল-কাদেরী মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ সালাউদ্দীন খাঁন (রাজিব) মোঃসোহাগ মোঃ শাহজাহান খাঁন,মোঃ শাহাদাত, আরো অনেক আশেকে রাসুল গন উপস্হিত ছিলেন,সকল সুন্নি যুব সমাজ সহ সংগঠনের উদ্যোগে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী( সা:) গতকাল বাদে জুম্মা গাউসিয়া কমিটি বাংলাদেশ বড়লিয়া জামে মসজিদ প্রাঙ্গণ থেকে চট্টগ্রাম শহর জশনে জুলুসে উদেশ্যের রওয়ানা হবে। সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের অসুসারীরা জুলুসে যোগদানের জন্য অনুরোধ করছি।