
এ কে জায়ীদ বেরোবি প্রতিনিধিঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের একদল শিক্ষার্থীরা হাতের তৈরি প্রাচীন, মধ্যযুগ,সুলতানি ও মোঘল আমলের বিভিন্ন স্থাপত্য ও নিদর্শনের নমুনা প্রদর্শনী করেছেন।
আজ রবিবার (২৮ আগস্ট) সকাল ১০ টায় কলা অনুষদের নিচে শেখ রাসেল মিডিয়া চত্বর সংলগ্ন মাঠে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
এই প্রত্নতত্ত্ব প্রদর্শনীতে বেরোবির ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা বাংলাদেশের উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন- মহাস্থানগড়, ময়নামতি, পাহাড়পুর উয়ারী-বটেশ্বর, ষাট গম্বুজ মসজিদ কান্তজীউ মন্দির, আহসান মঞ্জিল সহ প্রভৃতি প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রদর্শন করেছেন।
ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক সোহাগ আলী বলেন, “প্রত্নচর্চায় নিয়োজিত এসব শিক্ষার্থীরা প্রত্ননিদর্শনের অনুসন্ধান, খনন, সংরক্ষণ, প্রদর্শন এবং গবেষণার মাধ্যমে পূর্বপুরুষের জীবনযাত্রা ও সংস্কৃতির চালচিত্র তুলে ধরে ইতিহাস বিনির্মাণ ও সত্যায়ন করে থাকেন।
এখানে আরো উপস্থিত ছিলেন মার্কেটিং ডিপার্টমেন্ট এবং তিনি এই গুলো দেখে মুগ্ধ হয়েছেন। এবং আরো বলেছেন এইসব নিদর্শনগুলো জন্য একটি স্থানে দর্শনার্থীদের জন্য দীর্ঘদিন যাবৎ রেখে দেওয়া হয়।
এ শাস্ত্রের চর্চা ইতিহাসের সত্যতা দেয়, প্রত্নতত্ত্বের অধ্যয়ন একজন শিক্ষানবিশকে তার চারপাশের বিষয়ে সচেতন হতে এবং একজন ভাল পর্যবেক্ষক হতে সাহায্য করে। এ চর্চা নিজের অতীত, নিজ পরিচয় সম্পর্কে আরও গভীরে গিয়ে জানতে সহায়তা করে।ফলে শিক্ষার্থীরা তাত্ত্বিক ও প্রায়োগিক উভয় শিক্ষার হাতেখড়ি পান”।