
ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধিঃ
জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে মঙ্গলবার বিকেলে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, শোক র্যালী এবং উপজেলা সদরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক একরামুল হকের সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো ইব্রাহিম খলিল, সহ সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মিলন,
রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইউসুফ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মিলন চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা জাহান, যুবলীগের সভাপতি নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিক ,কৃষক লীগের সাধারণ সম্পাদক সুধীর তালুকদার,
উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ফরহাদ।
এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং একটি শোক র্যালী উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয়ে কাপ্তাই সড়ক ও বড়ইছড়ি বাজার প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।