পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির উদ্যোগে ২ দিন ব্যাপি বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন।

নিজস্ব প্রতিবেদক

মোঃ আহসান হাবিব (বাপ্পি)
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার লাল বিহারী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী সমিতির  ৩৫ বছর ফুর্তি উপলক্ষে শুক্রবার দুপুর  ১২ টায় প্রধান অতিথী ও বিশেষ অতিথীর উপস্থিতিতে  ফিতা কেটে ও জাতীয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে ২ দিন ব্যাপি বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত  হয়।
উক্ত মেলায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট ১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডঃ সামসুল আলম দুদু (এমপি)
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন  পাঁবিবি উপজেলা নির্বাহি অফিসার মোঃ রাজিবুল আলম,এছাড়াও উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা আওয়ামিলীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক মন্ডল, সাংকৃতিক ও মুক্তিযোদ্ধা গবেষক আমিনুল হক বাবু,শিক্ষার্থী সমিতির সভাপতি আজমল মন্ডল, সাধারন সম্পাদক ফিরোজ হেসেন ফাহিম সহ অনেকে।
উক্ত মেলা  উদ্বধোন শেষে অতিথ বৃন্দরা মেলার সকল স্টল প্রদর্শন করে এবং সকল প্রকার আবিস্কার পর্যাবেক্ষন করেন।
উক্ত মেলায় আবিস্কৃত সরন্জাম নিয়ে যোগ দেন, পাঁচবিবি বি,এম,আই কলেজ,পাঁচবিবি মহিলা কলেজ,পাঁচবিবি এল,বি,পি সরকারি উচ্চ বিদ্যালয়,পাঁচবিবি এন,এম,বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়,বড় মানিক উচ্চ বিদ্যালয়,জীবনপুর উচ্চ বিদ্যালয়,পাঁচবিবি চিলড্রেন রিচার্জ এন্ড ডেপলোপমেন্ট ও পাঁচবিবি ব্লাড ডনেশন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত