বেরোবিতে বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে জনি এবং শুভ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিনিধিঃ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

উক্ত সমিতিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ জনি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ব্যাচের শিক্ষার্থী আজিজুল ইসলাম শুভ এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন একই ব্যাচ ও বিভাগের ছাত্র জহুরুল ইসলামক ।

গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও বগুড়া জেলার কৃতি সন্তান ড. মো: হারুন আল রশীদ কমিটি ঘোষণা করেন।

দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় বগুড়া বিখ্যাত আলু ঘাটি ও দই খাওয়ার আয়োজন করা হয়। এতে রংপুরে কর্মরত বগুড়ার বেশ কয়েকজন কৃতি সন্তান উপস্থিত ছিলেন। এছাড়া প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী এ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। এছাড়াও ক্যাম্পাসে আনন্দ র ্যালি করা হয়।

সন্ধ্যায় ৬ টায় সাংস্কৃতি সন্ধ্যা শুরু হয়। এতে বগুড়ার আঞ্চলিক গান ও নৃত্য পরিবেশন করা হয়। আমরা বগুড়ার ছোল পুটি মাছ ধরবার যেয়ে ধরে আনি বোল ইত্যাদি গান গায় শিক্ষার্থীরা।

নতুন কমিটির সভাপতি আবু সাঈদ জনি বলেন, উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ, বগুরা জেলা থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টিতে আমরা কাজ করে যাব।

সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম শুভ বলেন, বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতি সব সময় চেষ্টা করে সবার সাথে মিলেমিশে থাকতে। আগামী দিনগুলোতে এ সংগঠনকে গতিশীল করতে কাজ করব। সমিতিকে আরও ছাত্রবান্ধব করার আশ্বাস ব্যক্ত করেন তিনি।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত