রাজস্থলীতে দুর্গাপুজা উপলক্ষে জি আর চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক

 

আজগর আলী খান রাজস্থলীঃ

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় শারদিয় দুর্গাপূঁজা উপলক্ষে পুজা মন্ডবে জিআর এর চাউল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ ।
সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে , উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদিয় দুর্গপূঁজা উপলক্ষে পুজা মন্ডব কমিটিকে জিআর প্রকল্পের আওতায় চাল (অনুদান) প্রদান অনুষ্ঠানে তিনি এ চালের ডিও বিতরণ করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল জানান উপজেলার ৩টি ইউনিয়নে ৩টি পুজা মন্ডবে জিআর প্রকল্পের আওতায় প্রতিটি পূঁজা মন্ডবে ৫০০ কেজি করে মোট দেড় হাজার কেজি, ১ মে,টন ৫০০ কেজি চাল বিতরণ করা হয়।অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ধনরাম কর্মকার, অজয় দাশ, বিশ্বনাথ চৌধুরী, দীলিপ দাশ, শিমুলদাশ প্রমুখ।

 

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত