রাজস্থলীতে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ

নিজস্ব প্রতিবেদক

 

নিজস্ব সংবাদদাত, রাজস্থলীঃ

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ( ২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশের সভাপতিত্বে বিতরণ করা হয়। এ সময় রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খাঁন ,সহ বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় জন বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড তুলে দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী সারাদেশের বীর মুক্তিযোদ্ধাগণ এই পরিচিতি কার্ড পাচ্ছেন।

ছবি ও ক্যাপশন- রাজস্থলীতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও শান্তনু কুমার দাশ ।

 

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত