
মোঃখোরশেদ আলম ব্যুরো প্রধানঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক মামলায় ওয়ারেন্ট ভুক্ত ৩ আসামীকে আটক করে থানা পুলিশ। আটককৃতরা হলো : উপজেলার শুভপুর ইউনিয়নের ছোট দলুয়া গ্রামের আব্দুল খায়েরের ছেলে মোঃ রফিক (৩০), একই ইউনিয়নের ফকির হাট গ্রামের নূর ইসলামের স্ত্রী তাসলিমা বেগম (৩৫), ও চিওড়া ইউনিয়নের ডিমাতলী গ্রামের আব্দুল কাদেরের ছেলে মিল্লাত হোসেন মিলন (৩৬)। বৃহস্পতিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
চৌদ্দগ্রাম থানার এসআই মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার চিওড়া ইউনিয়নের ডিমাতলী গ্রামের মাদক মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামী মিল্লাত হোসেন মিলনকে আটক করা হয়। সে মাদক ও চুরির একাধিক মামলার আসামী।
অপরদিকে একইদিনে এএসআই কামরুজ্জামানের নেতৃত্বে উপজেলার শুভপুর ইউনিয়নে গরু চুরির মামলায় সাজাপ্রাপ্ত মোঃ রফিক(৩০) ও চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি তাসলিমা বেগম (৩৫)আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে’।