
এ কে জায়ীদ বেরোবি প্রতিনিধিঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাস থেকে তেল চুরি করে খোলা বাজরে বিক্রয় করার দায়ে তিন কর্মচারীকে সমায়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সাময়িক বরখাস্তকৃত কর্মচারীরা হলেন- বাসচালক আজিজুর রহমান, উবাইদুল ইসলাম এবং সহকারী শ্রী মিলন কুমার দাস। বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার আলমগীর চৌধুরী।
তিনি জানান, ‘অভিযুক্ত তিন জন কর্মচারীর চুরির ঘটনাটি প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা সাময়িক বরখাস্ত করেছি।
জানা যায় বিশ্ববিদ্যালয়ের ৯ নাম্বার বাস থেকে ২৭ লিটার তেল নিয়ে বিশ্ববিদ্যালয়ের আদূর মর্ডান মোড়ে খোলা বাজারে বিক্রি করতে যান বাস চলাক ও তার সহযোগী। এই সময় টহলরত পুলিশের হাতে ধরা পড়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের দুই চালকসহ এক সহযোগী। রবিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯টায় রংপুরের মর্ডান মোড় এলাকা থেকে তাদের আটক করা হয় এবং জব্দ করা হয় বিক্রয়রত তেল। এরপর টহলরত পুলিশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তাদের হস্তান্তর করেন।
বিষয়ে জানতে চাইলে দোকানের মালিক গুলজার বলেন, ‘কাল রাতে দুইটা লোক আসছিল। আমরা তাদের চিনি না। কালই প্রথম আমাদের দোকানে আসছিল। তাদের আমরা বলে দেই, তেল নিব না। তখন কম দামে তেল বিক্রির কথা বলে তেল রেখে চলে যায় এবং পরে টাকা নেওয়ার কথা বলে।’
অভিযুক্ত কর্মচারী মিলন কুমার দাস বলেন, ‘আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। আমি ওই স্থানে পরে গিয়েছিলাম তারপর জানতে পারি।’
বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিডিপার্টমেন্টের ছাত্র শোভন বলেনঃ প্রথমে আমি তীব্র নিন্দা জানাচ্ছি, বিশ্ববিদ্যালয় বাসের তেল মানে এটা সাধারণ শিক্ষার্থীদের টাকার কেনার তেল। এই তেল যে চুরি করে নিজের পেট ভরে তাদের যেন সঠিক বিচারের আওতায় আনা হয় । ”
বিশ্বাবিদ্যালয়ের ম্যানেজমেন্টের ডিপার্টমেন্টের শিক্ষার্থী আল আমিন বলেনঃ “আমাদের বিশ্ববিদ্যালয়ে সম্পদ যারা লুটপাট করে তাদেরকে সাময়িক বরখাস্ত নয় তাদেরকে আজীবনের জন্য বরখাস্ত হোক। সঠিক ও যোগ্যব্যক্তিকে এখানে নিয়োগ দেওয়া হয় এটাই আমার প্রত্যাশা।