
এ কে জায়ীদ বেরোবি প্রতিনিধিঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি (বেরোবিসাস) প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে অফিস কক্ষ দেওয়ার আশ্বাস দিয়েছেন বেরোবির উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ।
বেরোবিসাস ৮ বছরে পেরিয়ে ৯ বছরে পা রাখলো। বুধবার (২৬ অক্টোবর ২০২২) বেলা সাড়ে ১১ টায় ক্যাম্পাসের শেখ রাসেল মিডিয়া চত্বর থেকে আনন্দ র্যালী বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং মিডিয়া চত্বরে এসে শেষ হয়। এরপর প্রতিপ্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য ও কেক কাঁটা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ। তিনি বলেনঃ ” বেরোবিসাস কোন অফিস কক্ষ নেই, জায়গা পেলে ও অর্থ অনুসারে একটা অফিস কক্ষ দেওয়ার ব্যবস্থা করা হবে যত দ্রুত সম্ভব। সংবাদিক সমিতির পাশে আছি, সবসময় থাকবো ইনশাআল্লাহ। সাংবাদিক সমিতির জন্য শুভকামনা রইল।
বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ মাহামুদুল হক বলেনঃ “গণমাধ্যম হলো সমাজের দর্পণ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে লেখনীর মাধ্যমে ইতিবাচকভাবে উপস্থাপনের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহবান। আশা করি কর্মরত সাংবাদিকবৃন্দ বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করবে।”
এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আলমগীর চৌধুরী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মোঃ নুরুজ্জামান খান, বহিরাঙ্গন কার্যক্রম দপ্তরের পরিচালক সাব্বির আহমেদ চৌধুরী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ মাহামুদুল হক, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী।
উল্লেখ্য, সংগঠনটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ছিলেন শাকিবুর রহমান শাহিন, যুগ্ম-আহ্বায়ক ছিলেন তপন কুমার রায় ও সদস্য ছিলেন সাইফুল ইসলাম।