
ইমাম হোসেন জীবন চট্টগ্রামঃ
কক্সবাজার সমুদ্র সৈকতে পানিতে নেমে ছবি তুলতে গিয়ে জ্ঞান হারিয়ে আরিফ (২১)নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুর ২টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ঘটনা ঘটে। নিহত পর্যটকের বাড়ি কুমিল্লা বলে জানা গেছে। কক্সবাজার পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ সি লাইফগার্ডের বরাতে জানান, বৃহস্পতিবার সকালে কুমিল্লা থেকে কক্সবাজারে পৌঁছান ওই পর্যটক। পরে দুপুরের দিকে সৈকতে গোসল করতে নামলে হঠাৎ জ্ঞান হারিয়ে পানিতে পড়ে যান। পরে সি লাইফগার্ডের সহোযোগিতায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।