
আমজাদ শিকদার
(মানিকগঞ্জ) প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় তিনজন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করা হয়েছে।
আজ (৪নবেম্বর) রাতে হরিরামপুর থানা এলাকা থেকে তিন জন পরোয়ানা ভুক্ত আসামীদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি হলো, হরিরামপুর থানার জামালপুর গ্রামের জলিল চৌধুরীর ছেলে আনোয়ার আলী চৌধুরী (৪ বছর সশ্রম কারাদন্ড প্রাপ্ত), লেচ্ছাড়াগঞ্জ চর খড়িয়া গ্রামের রুস্তম বেপারীর ছেলে মোঃ মজিবর রহমান ( ১ বছর সশ্রম কারাদন্ড ও ৩১৫০০০০ টাকা অর্থ দন্ড প্রাপ্ত), ছোট গোড়াইল গ্রামের আব্দুল কাদেরের ছেলে দিপু।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, নিয়মিত মামলা ও থানার আইনশৃঙ্খলা বজায় রেখে মাদক অভিযান পরিচালনা অব্যহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের কোর্টে প্রেরণ করা হয়েছে।