
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা পরিদর্শন করেছেন জার্মানের রাষ্ট্রদূত পিটার ফারেন হুলস।
১৭ জানুয়ারী সকাল ১০টায় তিনি হ্নীলার লেদা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, বেলা ১১টায় টেকনাফ পৌরসভায় ক্ষতিগ্রস্ত স্থানীয়দের সাথে মতবিনিময় ও দুপুরে রোহিঙ্গাদের আসার পথ পরিদর্শন করেন।
মতবিনিময়কালে রোহিঙ্গা অনুপ্রবেশের ফলে স্থানীয়দের শ্রম বাজার দখল, মাদক চোরাচালানে সম্পৃক্ততা, রাস্তা-ঘাটের ক্ষয়ক্ষতি, খাদ্য সংকট ও আইন-শৃংখলার অবনতির চিত্র তুলে ধরেন স্থানীয়রা। মতবিনিময় সভায় জার্মান রাষ্ট্রদূত বলেন- স্থানীয়রা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন। এর প্রশংসা জানিয়ে তিনি আরো বলেন- রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ভাগ্য উন্নয়নে কাহ করবে।
মতবিনিময় সভায় অংশ নেন, মেয়র মোঃ ইসলাম, মহিলা কাউন্সিলর কোহিনুর আক্তার, দিলরুবা ও নাজমাসহ কাউন্সিলর আব্দুল্লাহ মনির, মনিরুজ্জামান, আবু হারেছ, হোছন আহমদ, টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলম বাহাদুর। এসময় রাষ্ট্রদূতের সাথে ছিলেন- এনজিও সংস্থা আনন্দের নির্বাহী পরিচালক মোঃ মনিরুজ্জামান মিয়া, এরিয়া ম্যানেজার মোঃ হাসান চৌধুরী, রেসপন্স কো-অর্ডিলেটর বজলুর রশিদ। পরিদর্শন শেষে তিনি মেরিন ড্রাইভ সড়ক হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে টেকনাফ ত্যাগ করেন।