
মোঃ আবদুল হক বিভাগীয় ব্যুরোপ্রধান ঢাকাঃ
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে মহান মুক্তিযোদ্ধে অংশ গ্রহণকারী মুক্তিযোদ্ধা গনের জন্য মুক্তিযোদ্ধা বিষায়ক মন্ত্রণালয় কর্তৃক সরবরাহ কৃত ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড তিন শত জনকে বিতরণ করা হয়।
ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ত্র্যাড: গোলাম মহিউদ্দিন, চেয়ারম্যান মানিকগঞ্জ জেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দেওয়ান সাইদুর রহমান, চেয়ারম্যান হরিরামপুর উপজেলা। এছাড়াও আরও উপস্থিত আছেন,মো: সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার। সৈয়দ মিজানুর রহমান, ইনচার্জ হরিরামপুর থানা এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও মুক্তিযোদ্ধা গন সহ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।