
চৌধুরী মুহাম্মদ রিপনঃ
রাঙ্গুনিয়া রাজঘাটা জামে মসজিদ মাদ্রাসা ঈদগাহ এবং এলাকাবাসী র বেশকিছু জায়গা জমি ভূয়া দলিল করার প্রতিবাদে মসজিদ কমিটি ও এলাকাবাসী মানববন্ধন এবং প্রতিবাদ মিছিল করেন। জানাযায় হোসনাবাদ, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের প্রায় ৫/৬ সমাজের কয়েকযুগ ধরে রাজঘাটা জামে মসজিদ এ নামাজ আদায় করে আসে, মসজিদের পাশে থাকা ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করা হত, এতবছরের পুরানো মসজিদ ঈদগাহ মাঠ, মাদ্রাসা র জায়গা মাওলানা ছৈয়দুল বশর নামে দানপত্র মালিকানা দাবী করে কিছুদিন পূর্বে রাজঘাটা মসজিদটি বন্ধকি করে তালা ঝুলিয়ে চলে যায়। এই সময় এলাকাবাসী ও মুসল্লিদের দাবী মুখে রাঙ্গুনিয়া থানা পুলিশ মসজিদটি খুলে দেন। এর এ রেশ ধরে মসজিদ কমিটি সহ এলাকাবাসী র নামে একাধিক মামলা দিয়ে হয়রানী করা হয় বলে ভুক্তভোগী এলাকাবাসী আমাদের প্রতিনিধিকে জানায়। মাওলানা ছৈয়দুল বশর এর নামে এলাকাবাসী সহ নিজ ভাইবোনদের ও ভূয়া দলিলের মাধ্যমে জায়গা দখলে চেষ্টা র অভিযোগ করেন এলাকাবাসী। মাওলানা ছৈয়দুল বশর নিজেকে উপরের মহলের প্রভাব আছে জাহির করে এলাকাবাসী সহ মসজিদ কমিটিকে হুমকি দিয়ে আসছে বলে মানববন্ধনকারীদের বক্তব্যে উঠে আসে। মাওলানা ছৈয়দুল বশর ছাগল খাইয়া দীঘি সহ মসজিদ মাদ্রাসা ঈদগাহ মাঠ ভূয়া দানপত্র নামে দলিল করে আদালতের মাধ্যমে নিষেধাজ্ঞা নিয়ে এসে এলাকাবাসী সহ মসজিদ কমিটির সকলকে হয়রানী করে আসছে মানববন্ধনের বক্তারা অভিযোগ করেন। এই ব্যপারে মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি বাদী হয়ে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন রাঙ্গুনিয়া থানায়।রাজঘাটা জামে মসজিদের আজ জুমা র নামাজের পর মানববন্ধন ও মিছিলে মাওলানা ছৈয়দুল বশর কে অবাঞ্ছিত ঘোষনা করে এলাকায় প্রতিহত করা এবং রাঙ্গুনিয়া অভিভাবক হাছান মাহমুদ এমপি সহ প্রশাসনের সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন, ৩নং স্বনির্ভর রাঙ্গুনিয়ার ইউপি চেয়ারম্যান নূর উল্লাহ, হাটহাজারী মাদ্রাসার প্রধান ক্বারী এবং মসজিদের উপদেষ্টা অভিযুক্তের বড় ভাই ক্বারী মাওলানা মুহাম্মদ মঈন উদ্দিন। প্রাক্তন ইউপি সদস্য এবং মসজিদ কমিটি র সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবদুল খালেক, আওয়ামীলীগ নেতা নাছির উদ্দীন রিয়াজ, ঈদগাহ পরিচালনা কমিটির সদস্য আবদুল হালিম তালুকদার, মোহাম্মদ ইয়াকুব, ইউপি সদস্য নুরুল আবছার, নাছির উদ্দীন সামু, সাজেদুল ইসলাম রাসু, মোহাম্মদ আনোয়ার, ওবাইদুল্লাহ, সোলেমান, মো. হারুন। এই সময় বক্তারা সকলে একে বক্তব্য দিয়ে সহমত প্রকাশ করে মাওলানা ছৈয়দুল বশর এর বিচারের দাবী জানান, না হয় ধর্মপ্রাণ রাঙ্গুনিয়াবাসী কে সাথে নিয়ে রাজঘাটা মসজিদ সহ এলাকাবাসী র জায়গা উদ্ধারে আন্দোলনের মাধ্যমে উদ্ধার করা হবে বলে আমাদের প্রতিনিধিকে জানান।
মাওলানা ছৈয়দুল বশরকে কল করে না পেয়ে তাহার ভাষ্য নেওয়া সম্ভব হয়নি।