রাঙামাটি জেলায় আবারোও চন্দ্রঘোনা থানা শ্রেষ্ঠ নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

 

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি:-

রাঙামাটি পার্বত্য জেলায় আবারোও শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছেন কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা।
অভিন্ন মানদন্ডের আলোকে গত অক্টোবর মাসে কয়েকটি সফল অভিযান পরিচালনা করার পাশাপাশি এলাকায় আইন শৃংখলা পরিস্থিতি কঠোর নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় চন্দ্রঘোনা থানাকে জেলায় শ্রেষ্ঠ থানা নির্বাচিত করা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ইকবাল বাহার চৌধুরী।

চন্দ্রঘোনা থানা শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় গতকাল শনিবার রাঙামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চন্দ্রঘোনা থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ ইসতিয়াক আহমেদ এর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার)। এসময় রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে চন্দ্রঘোনা থানা রাঙামাটিতে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হওয়ায় অত্র থানায় কর্মরত সকল অফিসার, ফোর্স এবং সকল স্থরের জনগণ ও জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন থানার ওসি ইকবাল বাহার চৌধুরী।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত