চট্টগ্রামে মেরিডিয়ান বহুতলা ভবনে আগুন।

নিজস্ব প্রতিবেদক

 

ইমাম হোসেন জীবন চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের দামপাড়া এলাকায় নির্মাণাধীন মেরিডিয়ানের একটি বহুতল ভবনে আগুন লেগেছে।চট্টগ্রাম নগরের ব্যস্ততম এলাকা ওয়াসা মোড়ে নির্মাণাধীন একটি ২১ তলা ভবনের নবম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২০ নভেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে এই ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ব্যস্ততম এলাকা হওয়ায় ও ভবনটির পাশে শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় আগুনের ধোঁয়া দেখে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে ওই সড়কে যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েন পথচারীরা।আগুনের সূত্রপাতের প্রায় দুই ঘণ্টা পর বিকেল পৌনে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের আটটি গাড়ি।জানা যায়, ভবনটিতে কয়েকজন শ্রমিক আগুনে আটকা পড়েছে বলে গুঞ্জন উঠে। ভবনের কয়েকজন নির্মাণশ্রমিক জানান, নির্মাণাধীন ভবনে ওয়েল্ডিংয়ের সময় বিদ্যুৎ সংযোগের কাজ চলছিল। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন,আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের আটটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকেল পৌনে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নির্মাণাধীন ভবনটির নয়তলায় বেশকিছু পরিত্যক্ত জিনিস ও নির্মাণ সামগ্রী রাখা ছিল। আগুনের সূত্রপাতের কারণ নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. সামশুল আলম বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের মডুলেশন ইনচার্জ মো. কফিল উদ্দিন বলেন, কেউ ভবনের ভেতরে আটকা পড়েননি। কেননা ভেতরে কেউ থাকলে তো অবশ্যই ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদেরকে দেখতে পেতেন।
তিনি বলেন,খবর পেয়ে বিকাল ৩টা থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। নন্দনকানন, আগ্রাবাদ ও চন্দনপুরা ইউনিটের আটটি গাড়ি কাজ করছে।
তিনি বলেন,নয়তলায় রাখা পরিত্যক্ত জিনিস ও নির্মাণ সামগ্রীর ওপর শ্রমিকেরা সিগারেট খেয়ে অবশিষ্ট অংশ ফেলেন বলে জানতে পেরেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, সিগারেটের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত