কোটি টাকার মালামালসহ দুরধর্ষ ডাকাতচক্র আটক-র‍্যাব-৭ জালে

নিজস্ব প্রতিবেদক

 

ইমাম হোসেন জীবন চট্টগ্রাম প্রতিনিধিঃ

রাউজানে প্রবাসীর বাড়িতে দুরধর্ষ ডাকাতি! ভুক্তভোগীরা অপরাধীদের না চিনলেও অজ্ঞাতনামা মামলার জেরে দীর্ঘ ৭২ঘন্টার অভিযানে ৪৬ভরি স্বর্ণ ৩০লক্ষ টাকাসহ ৮ডাকাত,ডাকাতি মালামাল ক্রয়ে স্বর্ণ ব্যবসায়ীকে আটক করেছে-র‍্যাব-৭ চট্টগ্রাম।

আজ মঙ্গলবার ১২টায় উক্ত বিষয়ে মিডিয়া সেন্টারে ব্রিফিং করেন র‌্যাব-৭ এর অধিনায়ক লেঃ কর্ণেল এম এ ইউসুফ সাথে ছিলেন মিডিয়া সচিব আফসার অতিরিক্ত এসপি মাহফুজ।

২১ নভেম্বর বিকেলে আভিযানিক রাউজান থানাধীন দক্ষিণ গহিরা সিবের ঘাট এলাকার একটি বাসা বাড়ি হতে আসামী মুসা কে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যমতে বাকি আসামিদের গ্রেফতার করা হয়।

কোটি টাকা মূল্যের ১২৮ ভরি সোনা নগদ পাঁচ লাখ টাকা ৪টি মোবাইল ফোন টেপ আরো অন্যান্য জিনিস ডাকাতি করে।স্বর্ণ দোকানদার ডাকাত চক্রের আলামত টেরপেয়ে বিপ্লব সত্তর ভরি প্রতি অর্ধেক এর কমে ৭০/৮০ ভরি সোনা ক্রয় করে।

ভুক্তভাগী সরোয়ার চৌধুরী -সুলতান পাড়া, ছরপাড়া,থানা- রাউজান ২৮ অক্টোবর রাতে ভুক্তভাগী ভিকটিম আত্মীয়ে অনুষ্ঠানে পরিবারসহ মামার বাড়িতে গেলে সে সময় ঘরে তার বাবা ছাড়া আর কোনো মানুষ ছিলোনা। এই সুযোগে গভীর রাতে ডাকাতদল ঘরের পিছনে লোহার জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। তার বাবা কে কম্বল দিয়ে চেপে ধরে চোখ মুখ ও হাত পা বেধে গলায় চাকু ধরে হত্যার ভয় দে’খিয়ে জিম্মি করে আলমারির চাবি নিয়ে নেয়।

ডাকাত দলের মধ্য হতে মোঃ মুসা নামক একজন ভিকটিমের বাবার গলায় চাকু ধরে রাখে এবং চিৎকার করঃল জবাই করে ফেলবে বলে হুমকি প্রদান করে
এসময় ডাকাত দলের অন্যান্য সদস্যরা আলমারীতে রক্ষিত ভিকটিমের.পরিবার ও মা,বোনের স্বর্ণঅলংকার এবং অপরাপর আত্মীয়জনের আমানত রুপে রাখা অলংকারসহ সর্বমোট ৭০ ভরি স্বর্ণ অলংকার লুট করে। এছাড়া ডাকাত দল ভিকটিমের মামাতো বোনের বিবাহের জন্য ঘরে রাখা নগ ০৫ লক্ষ টাকা, উন্নত মানের ০৫ মোবাইল এবং ০১টি স্যামসাং ব্রান্ডের ট্যপটপ লুট করে।

উল্লেখ্য ডাকাত দল পরিকল্পনা করে গত ২৯ অক্টোবর রাতে ০১ হতে ০৪.০০ ঘটিকা পর্যন্ত -ভিকটিমের বাবাকে বাধা অবস্থায় উপরে ল্লেখিত মালামালসহ বাড়ি থেকে গত ০৯ নভেম্বর ভুক্তভাগী ভিকটিম বাদী হয়ে ডাকাতির ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে রাউজান থানায় ডাকাতি মামলা করে।

উক্ত দুধর্ষ ডাকাতির ঘটনাটি লোমর্ষক, চাঞ্চল্যকর ও রহসৎস্য জনক হওয়ায় ডাকাতির মালামাল আসামী গ্রেফতার ও মালামাল রহস্য উদঘাটনের র‍্যাব বরাবর লিখিত অভিযোগ করে। আসামী’র গ্রেফতারে তথ্য প্রযুক্তির ব্যবহার ও অভিযানে গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযানে গত ২১ নভেম্বর বিকেলে আভিযানিক রাউজান থানাধীন দক্ষিণ গহিরা সিবের ঘাট এলাকার একটি বাসা বাড়ি হতে আসামী ১১ মুসা কে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত হতে ডাকাতির নগদ ০৫ ল টাকা এবং ডাকাতি হওয়া স্বর্ণ অলংকার বিঁয়ের ১,৯৯,০০০/- টাকাসহ সর্বমোট-৬,৯৯,০০০/-টাকা উদ্ধার করার হয়। ডাকাত দলের সদস্য ও আসামী মুসার দেওয়া তথ্যমতে ডাকাত দলের সদস্য সাইদুল ইসলাম প্রকাশ সাইফুল কে একই দিনে চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন গহিরার পূর্ব কোতোয়ালী ঘোনালই নগর এক বাড়ি হতে গ্রফতার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে রাউজান ও হাটহাজারী থানা এলাকায় বিভিন্ন অবস্থান হতে ডাকাত দলের অন্যান্য সদস্য খারশেদুলল আলম (২৮), সা হোসেন (২৭), ৫) মোঃ বাপ্পি (২৬), সজল শীল (২৭), মোঃ ইদ্রিস প্রকাশ কাজল (৩৪)দের গ্রেফতারর করা হয় এবং ডাকাতি কাজে ব ব্যবহৃত গ্রিল কাটাঁর ছোরা, লাইটসহ ডাকাতি কাজে বিভিন্ন ধরণের সর্বমোট ৪৬ ভরি স্বর্ণ অলংকার ও কয়েন এবং ডাকাতির বিক্রয় মোট ৩০,০১,৬০০/- টাকা ও ডাকাতি মালামাল গ্রহণকারী বিপ্লবসাহা(৩৮) এর জুঃয়লার্সের দোকান হতে গ্রেফতার করা হয়। আসামিদের থানায় হস্তান্তর সহ পরবর্তী আইন সংক্রান্তে ব্যাবস্থা নেওয়া হয়েছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত