ক্লুলেস হত্যাকারীর ২৪ ঘন্টার মধ্যে রহৎস্য উদঘাটনসহ, তিন আসামীকেই গ্রেফতার করেছে র‌্যাব-৭

নিজস্ব প্রতিবেদক

 

ইমাম হোসেন জীবন চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম বোয়ালখালীর নিহত হেলাল উদ্দিন পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক। গ্রামের বাড়ি নেত্রকোণা জেলা দীর্ঘদিন জীবীকার তাগিদে চট্টগ্রামে বসবাস। থানায় হত্যা মামলাসহ র‍্যাবকেও লিখিত আবেদনে তথ্য প্রযুক্তি ব্যবহার ও ব্যাপক গোয়েন্দা নজরদারীর ফলে আসামীদের ধরতে সক্ষম হয়।৫ডিসেম্বর সোমবার বিকেলে চৌকস আভিযানিক দল বাকলিয়ার নতুনব্রীজ এলাকা হতে আসামী মোহাম্মদ বখতিয়ার কে গ্রেফতারে তথ্যে আসামী মোঃ ইলিয়াস মনির আহম্মদ প্রকাশ মেহেরাজ কে গ্রেফতার করে।ঘটনাক্রমে,সিএনজি গ্যারেজ মিস্ত্রী ইলিয়াস ৪ মাস পূর্বে তার মামাতো ভাইয়ের একটি সিএনজি বিক্রয়ে সহযোগিতার জন্য নিহত হেলাল উদ্দিন ও ইলিয়াসের ২জনকে ৫হাজার টাকা বকশিস দেয়। ভাগে হেলাল উদ্দিন ১হাজারে পেলে বাক-বিতন্ডা হাতাহাতিসহ মারপিট হয়। এতে ইলিয়াস প্রতিহিংসা প্রতিশোধে তার পরিচিত ড্রাইভার মোঃ বখতিয়ার, মনির আহম্মদ মেহেরাজ কে ভাড়া করে হত্যা করার পরিকল্পণা করে।২৯ নভেম্বর দুর্গম এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে হেলাল উদ্দিনকে ইলিয়াস সঙ্গবদ্ধভাবে লোমহর্ষক আঘাতে মৃত্যু নিশ্চিত করে মৃত হেলাল উদ্দিনের সিএনজি নিয়ে পালিয়ে যায়। আসামীরা হত্যার সাথে সরাসরি জড়িত থাকার স্বীকার করে।গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত