সমাজসেবা দিবস উপলক্ষে কাপ্তাইয়ে আলোচনা সভা ও আর্থিক অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক

 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধিঃ

জাতীয় সমাজসেবা দিবস ২০২৩ উপলক্ষে কাপ্তাই উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সোমবার (২ জানুয়ারি) কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন  আলোচনা সভা ও আর্থিক অনুদান বিতরণ করা হয়।

“উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজ সেবায়” প্রতিপাদ্যে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের  সদস্য  অংসুই ছাইন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান এবং  আর্থিক অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় ১শত ২২ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৩ হাজার ৫০০ টাকা এবং  ১শত ২২ জন দুস্থ পরিবারের প্রত্যেককে ৩ হাজার ৫০০ টাকা করে সর্বমোট ৮ লক্ষ ৫৪ হাজার টাকা বিতরন করা হয় ।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক,  মহিলা ভাইস চেয়ারম্যান  উমেচিং মারমা, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী  মোঃ আব্দুল লতিফ, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান  মোঃ আকতার হোসেন মিলন,  ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান  চিরনজিত তনচংগ্যা এবং চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত