
চট্টগ্রাম প্রতিনিধিঃ
চান্দগাঁও থানাধীন ব্যস্ততম সড়ক কাপ্তাই রাস্তার মোড় মক্কা হোটেলের সামনে সড়ক জুড়ে হকার মার্কেট।
পথচারীদের চরম জনদু’র্ভোগ সৃষ্টি দেখা গেছে। আজ ৪ জানুয়ারী,২০২৩ই বিকাল ৩.৩০ মিঃ, স্হানীয় জনসাধারণ ও স্হায়ী ব্যবসায়ীরা বলেন,প্রভাবশীল চাঁদাবাজরা হকারদের দোকান বসাইয়ে প্রতিজন থেকে ৩/৫ শত টাকা আদায় করে গোপন সুত্রে খবর পাওয়া গেছে। আরো দেখা যায়,কাপ্তাই রাস্তার নাথায় পুলিশ বিট ও ট্রাফিক পুলিশ বক্ম থাকার স্বও্বেে যানজট লেগে থাকে এমনকি ভুয়া সিএনজি সমিতি নামে গাড়ীর টোকেন বানিজ্য। স্হানীয় মাননীয় সাংসদ সহ উর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা এবং কালুরঘাট থেকে কাপ্তাই রাস্তার মোড় উচ্ছেদ অভিযান পরিচালনা করার জন্য স্হানীয় ব্যবসায়ী ও পথচারীরা দাবী জানান।