মানিকগঞ্জ হরিরামপুর পরিচালিত হল ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক

 

মোঃ আবদুল হক বিভাগীয় ব্যুরোপ্রধান ঢাকাঃ
মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার আন্দারমানিকএলাকায় পদ্মা নদীর থেকে অবৈধ ড্রেজার ও বলগেট এর বিরুদ্ধে পরিচালিত হলো ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। সহযোগিতা করেন হরিরামপুর থানার এসআই আমীর হামজা সহ থানা পুলিশ ও আনসার সদস্য।উক্ত অভিযানে একটি বলগেট(বালু আনলোডার)ও নয় জন শ্রমিক কে আটক করা হয় এবং ১০০০মিটার পাইপ ধ্বংস করা হয়।ভ্রাম্যমান আদালত কর্তৃক বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘন ও ১৫ ধারায় দণ্ডনীয় অপরাধে ছয় জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং একই সাথে দুইজনের বয়স ১৮ বছরের নিচে ও একজন শারীরিকভাবে অসুস্থ হওয়ায় ভ্রাম্যমান আদালত কর্তৃক খালাস প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিগণ হলেন ১।মোঃ খোকন মিয়া(২৪), পিতা:শেখ সোহরাব।দোহার ২। মো: লাল মৃধা (৫০) পিতা:ইসমাইল মৃধা।পটুয়াখালি ৩। মোঃ রিয়াজ মৃধা (২৪) পিতা: ফুরকান।পটুয়াখালি ৪।মোঃ ফেরদৌস (২৫) পিতা:কামাল।বরিশাল ৫।মোঃ মুন্নাফ (৪৫) পিতা: সোহরাব।দোহার ৬।মোঃ নুর আলম, পিতা: মৃত: রুস্তম আলী পটুয়াখালি। দন্ডপ্রাপ্তদের আদালতে প্রেরণ করা হবে বলে জানান দায়িত্বে থাকা কর্মকর্তা।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত