
নিজস্ব প্রতিনিধি,বোয়ালখালীঃ
চট্রগ্রাম বোয়ালখালী কালুরঘাট সেতুর পুবে টোল বক্মের সামনে অবৈধ দেশী তৈরী সিএনজি টেম্পু নিয়ন্রণ হারিয়ে উল্টে মোঃ মোবারক হোসেন রিপন(৩০)নামে একজন যাত্রী নিহত ও এ সময় টেম্পু থাকা যাত্রীদের মধ্যের অন্ততঃ কয়েকজন গুরুত্ব আহত হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার ১৭ ফেব্রুয়ারী বিকাল বেলায় সেতুতে উঠার সময় কালুরঘাট অবৈধ দেশী তৈরী টেম্পু নিয়ন্রন হারিয়ে খাদে পড়ে যায়।
নিহত মোবারক হোসেন রিপন মাদারীপুর জেলার শিবচর থানার মতব্বর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
#নিহত ব্যাক্তি চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় থেকে সিলভারের মালপত্র ফেরি করে বিক্রয় করতেন বলে জানা যায়।