হুজুর গাউসে পাকে সৈনিক শাহেন শাহী সিরিকোটি দরবারে মানবিক টিম”গাউসিয়া কমিটি বাংলাদেশ” চট্টগ্রাম সীতাকুন্ডে অক্মিজেন প্ল্যান্ট বিস্ফারনে আহতদের উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ল

নিজস্ব প্রতিবেদক

মোঃ আজম খাঁন চট্টগ্রামঃ

চট্টগ্রামে সীতাকুন্ডে কদম রসুলে সীমা স্টিল অক্মিজেন প্ল্যান্টে বিস্ফারণে ঘটনায় কেঁপে উঠলো দুই কিলোমিটার এলাকা জুড়ে কেঁপে উঠলো আজ ৪,মার্চ বিকাল ৪টায় হতাহত সংখ্যা বিস্তারিত জানা যাইনি। এদিকে সীতাকুন্ডে কদম রসুল অক্মিজেন প্ল্যান্ট
বিস্ফারনে খবর পেয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ ” মানবিক টিম হতাহত ও আহতদের উদ্ধার করার জন্য সবার আগে জীবন বাজি রেখে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে এশিয়ার খ্যাত মানবিক সংগঠন””গাউসিয়া কমিটি বাংলাদেশ’ সেচ্ছাসেবক টিম। করোনা যোদ্ধা মানবিক টিমের প্রধান ও গাউসিয়া কমিটি বাংলাদেশ এর যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট আলহাজ্ব মোসাবের আহমদ বখতিয়ার নিকট বিগেডিয়ার জেনারেল শামীম এহসান বিগত দিনের মত সহযোগীতা এবারও পাশে থাকার জন্য আহবান জানান।
এদিকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে হাজার হাজার গাউসিয়া কমিটি বাংলাদেশ কর্মী বাহিনী চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন দেখা গেছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত