
মিকেল চাকমা, রাঙামাটি জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ সহকারি শিক্ষক সমিতি বরকল উপজেলা শাখা রেজিনংঃ১২০৬৮ এর নির্বাচন সম্পন্ন। আজ রোজ শনিবার সকাল ৯.০০ ঘটিকা থেকে দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাঙামাটি সদরস্থ কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করা হয়। মোট ভোটার ছিলেন ২৮১ জন,ভোটার উপস্থিত ছিলেন ১৫৮ জন,বাতিল ভোটের সংখ্যা ৫ টি, বৈধ ভোটারের সংখ্যা ১৫৩ টি। সভাপতি হিসেবে বিনা-প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হন রিমেশ চাকমা। সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশগ্রহণ করেন হিরন কুমার অধিকারী ও মোঃ শেখ কামাল। সাধারণ সম্পাদক পদে ১০১ টি ভোট পেয়ে নির্বাচিত হন হিরন কুমার অধিকারী। অপরদিকে নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী মোঃ শেখ কামাল ভোট পেয়েছেন ৫২ টি। নির্বাচন পরিচালনার দায়িত্বে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন দীপুশ্রীং লেপচা, প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন লিটন চাকমা, পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন স্নিগ্ধা আইচ ও সিমু ত্রিপুরা। আহবায়ক ছিলেন বঙ্কিমময় চাকমা, সদস্য-সচিব হিসেবে ছিলেন মোঃ রবিউল আহসান। জেলা কমিটির আহবায়ক হিসেবে উপস্থিত ছিলেন দীপু শ্রীং লেপচা ও সদস্য-সচিব হিসেবে উপস্থিত ছিলেন মোঃ লোকমান হোসেন। নবনির্বাচিত সাধারণ সম্পাদক হিরন কুমার অধিকারী বলেন, সহকারি শিক্ষকদের যেকোন ধরনের অফিসিয়াল ও জটিল সবকাজ গুলো সমাধান করা এবং সরকারের স্বপক্ষে অবস্থান করে প্রাথিমক শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের লক্ষ্যে ও উদ্দেশ্য।