রাঙামাটিতে ৩৪ টি কেন্দ্রে মোট ১০ হাজার ১ জন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে

নিজস্ব প্রতিবেদক

 

মিকেল চাকমা, রাঙামাটি জেলা প্রতিনিধিঃ

আজ থেকে সারা দেশের ন্যায় রাঙ্গামাটিতে শুরু হয়েছে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা। এবছর রাঙ্গামাটি জেলায় ৩৪টি কেন্দ্রের মাধ্যমে ১০ হাজার ১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে। প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা অণুষ্ঠিত হবে। তার মধ্যে এসএসসিতে ২১ কেন্দ্রের মাধ্যমে ৮হাজার ৩৯১ জন, এসএসসি (ভোকেশনাল) ৮টি কেন্দ্রের মাধ্যমে ১ হাজার ৬৩ জন এবং দাখিল পরীক্ষায় ৫টি কেন্দ্রের ৫৪৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে। ইতিমধ্যে রাঙ্গামাটি জেলা প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। পরীক্ষা সুষ্ঠ ও সুন্দর করে সম্পন্ন করতে প্রয়োজনীয় ভিলেন্স টিম গঠন করা হয়েছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত পুলিশসহ প্রশাসনের সকল সদস্যকে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।
রাঙ্গামাটি জেলা শহরে কেন্দ্র হচ্ছে ৩ টি এর মধ্যে রাঙ্গামাটি সরকারী উচ্চ বিদ্যালয়ে ৪টি স্কুলের ৪৭৫ জন, রাঙ্গামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪টি স্কুলের ৪৪৪ জন এবং রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে ৬টি কেন্দ্রের ১০২৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে। কাপ্তাই উপজেলার ৩ টি কেন্দ্রের মধ্যে নারানগিরি সরকারী উচ্চ বিদ্যালয়ে ২ কেন্দ্রের ২৫২ জন, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে ৫টি স্কুলের ৩৩৭ জন এবং কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ে ৫টি স্কুলের ৪৬৫ জন পরীক্ষাথী অংশ গ্রহণ করছে।
বাঘাইছড়ি ৪ টি কেন্দ্রের মধ্যে কাচালং সরকারী উচ্চ বিদ্যালয়ে ৪ টি স্কুলের ৩০০ জন, শিজকমুখ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬ স্কুলের ৫০৩ জন, রূপালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩ টি স্কুলের ১৮৪ জন এবং বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ে ১৮৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এছাড়া কাউখালী ২ টি কেন্দ্রের মধ্যে পোয়াপাড়া সরকারী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮টি স্কুলের ৫৭৮ জন এ বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪ টি স্কুলের ৪০৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে।
লংগদু উপজেলায় ২টি কেন্দ্র লংগদু সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬টি স্কুলের ৪৪৫ জন, লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫ টি স্কুলের ৬৩৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। নানিয়ারচর ২টি কেন্দ্রের মধ্যে নানিয়ারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫টি স্কুলের ৫৩৪ জন এবং বেতছড়ি জেনারেল ওসমানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩টি স্কুলের ২২০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
রাজস্থলী তাইতং পাড়া সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩টি স্কুলের ৩০৪ জন, বিলাইছড়ি সরকারী উচচ বিদ্যালয় কেন্দ্রে ২টি স্কুলের ৩৯৯ জন, বরকল উজেলার ২টি কেন্দ্রের মধ্যে বরকল সরকারী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে টি ২৩২ জন, সুভলং উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪টি স্কুলের ২২৯ জন ও জুরাছড়ি ভূবনজয় সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩টি স্কুলের ২৪২ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে।
এসএসসি ভোকেশনালে রাঙ্গামাটি জেলায় ৮ টি কেন্দ্রের মধ্যে পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩ টি স্কুলের ১৯৪ জন, রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৪টি স্কুলের ৪৮২ জন, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২টি স্কুলের ১৪৪ জন, বি টি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২টি স্কুলের ৮৩ জন, শিজকমুখ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৯ জন, বরকল সীমান্ত ভোকেশনাল ইনস্টিটিউট কেন্দ্রে ৬ জন, সুবলং উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২টি স্কুলের ৩১ জন, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে।
দাখিল পরীক্ষার ৫টি কেন্দ্রে এবার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে লংগদু সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩টি স্কুলের ১২৯ জন, রাঙ্গামাটি সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ৪টি স্কুলের ১২৭ জন, বেতবুনিয়া মঈনুল উলুম রেজভীয়া সাঈদীয় দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৩টি স্কুলের ১২৫ জন, কাপ্তাই আল-আমিন নুরিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ২টি স্কুলের ১৩০ জন এবং কাচালং দাখিল মাদ্রাসায় ৩৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে।
এদিকে এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠ সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে গত ২৬ এপ্রিল থেকে রাঙ্গামাটির সকল কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। আগামী২৩ মে পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত