ভুয়া-সচিব প্রতারক কোটি টাকা আত্মসাৎকারী মোজাম্মেল আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রতিনিধিঃ

র‌্যাব-১,র‌্যাব-৭ এর যৌথ আভিযানে ভূয়া সচিব ও সাংবাদিক পরিচয় দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ মামলার পলাতক আসামী মোজাম্মেল হক চৌধুরী’কে চট্টগ্রাম মহানগরী হতে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। ১৫ মে বিকাল সাড়ে ৫টায় আসামী মোজাম্মেল(৪৭) প্রকাশ আলম, পিতা-এছাক চৌধুরী,সাং-কলাপাড়া,থানা-পশুরাম, জেলা-ফেনীকে আটক করে। গত ৮মে র‌্যাব-১,উত্তরা ঢাকাগোপন সংবাদে জানতে পারে যে,ঢাকা মহানগরীর শেরেবাংলা থানা এলাকায় মোজাম্মেল অসাধুভাবে নিজেকে সচিব পরিচয়ে অর্থ হাতিয়ে নিয়ে প্রতারণার করছে।গ্রেফতারের লক্ষে গোয়েন্দা নজরদারির ৯মে অভিযানের পূর্বে প্রতারক মোজাম্মেল হক চৌধুরী কৌশলে পালিয়ে গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে। র‍্যাব এর ব্যাপক গোয়েন্দা নজরদারী এবং ছায়াতদন্ত গোপন সংবাদে নগরীর খুলশী থানাধীন জিইসি মোড় এলাকায় অবস্থানকালে র‌্যাব-১,র‌্যাব-৭ এর যৌথ আভিযানে আটক করে।জিজ্ঞাসাবাদে নিজেকে ভূয়া সচিব ও সাংবাদিক পরিচয়ে প্রতারনার কথা অকপটে স্বীকার করে।ঘটনার প্রতিপৃষ্ঠে নিজেকে কখনো সচিব, কখনো সাংবাদিক এবং কখনো সরকারী উর্দ্ধতন কর্মকর্তা পরিচয় ব্যবহার করে এলজিআরডি মন্ত্রনালয় এর অধীনে মিল্কভিটা প্রজেক্ট,তথ্য মন্ত্রনালয়,পনিসম্পদ মন্ত্রনালয়নসহ বিভিন্ন মন্ত্রাণালয়ের উন্নয়নমূলক কাজ পাইয়ে দেওয়ার কথা বলে অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা,শিক্ষক এবং সাধারণ জনগণের নিকট হতে ব্যাংক এবং ব্যাংক পে-অর্ডার কোটি কোটি অর্থ আত্মসাৎ করে আসছে। ৯মে পলায়নকালে তার ব্যবহৃত ২টি গাড়ি (০১টি পাজেরো জীপ, ঢাকা মেট্রো-ঘ ১১-৬৮৭৯ যাহাতে মন্ত্রণালয়ের স্টিকার ও ফ্লাগ স্ট্যান্ড যুক্ত এবং ঢাকা মেট্রো-চ ৫১-৫২৭৮ নোহা গাড়ি যাহাতে SA TV, PRESS লেখা যুক্ত) জব্দ করা হয়। জব্দকৃত গাড়ি ২টি তল্লাশিকালে মোজাম্মেল হক চৌধুরী নামে ১টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আইডি কার্ড নং-০৫২৯ এবং অপরটি দৈনিক নয়াদেশ এর সাংবাদিক কার্ড নং ২০২১১১০১১১১ এবং গাড়িতে মন্ত্রণালয়ের স্টিকার ও ফ্লাগ স্ট্যান্ড লেখাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়। সিডিএমএস পর্যালোচনায় মোজাম্মেলের নামে ঢাকা মহানগরীর শেরেবাংলা নগর এবং উত্তরা পশ্চিম থানায় টাকা আত্মসৎ এবং প্রতারণা সংক্রান্ত ২টি মামলা রয়েছে। আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত